গুরু মহাশয়
.jpg)
ওগো মোর স্বর্গদেবী
মোঃ আরিফ হোসেন
তুমি আল্লাহ, তুমি খোদা, তুমি ঈশ্বর, তুমি বিধাতা।তোমার কোন নাম নেই তারপরও আমি নাম ধরে ডাকি, ' ওহে মোর বিধানদাতা।বিধির বিধান সুন্দর হয় তোমার বিধান কি জিনিস তাহা বুঝতে আমার সময় লেগেছে হাজার বছর তারপরও তুমি আমার ' বিধানদাতা, ওহে মোর বিধানদাতা'।
বিধিই যদি হবে এত চুপ কেন! একবার সাড়া দাও । তোমার সাড়া না পেলে যে সব নাই মনে হয়।
তুমি উত্তরে, তুমি দক্ষিণে, তুমি পূর্বে, তুমি পশ্চিমে, তুমি সর্বত্র -এ কি তুমি ভুলে গেছ? এ তুমি ভুলনা।এ ভুললে তোমার ভুল হবে। তুমি ভুল করলে কি হয়! ভুল তোমাকে মানায়না এ তুমি সবসময় মনে রেখো।
তোমার নামের পরে কোন নাম নেই, তুমি এক, অদ্বিতীয়, অবিনিত, অবিনশ্বর পিতা, তোমার পর' আর কেহ নেই -এ তুমি মনে রেখো। তুমি শুধুই তুমি, তোমার তুল্য আর কেহ নেই -এ তোমার তকমা, খঞ্জণা, ব্যঞ্জনা, সারদা -এ তুমি তোমার মনের ডায়েরীতে স্বর্ণাক্ষরে লিখে রেখো।
তুমি যদি মরে যাও আমি কিভাবে মরব-এ আমার চিন্তা- এ চিন্তা তুমি কিভাবে দূর করবে সে আমাকে একবার কানে কানে বলে যেয়ো।
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete